হোম > বিশ্ব > এশিয়া

চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি ভারত, দাবি শীর্ষস্থানীয় চীনা মহাকাশ বিজ্ঞানীর

এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও বিস্তৃত হয়েছে। সর্বশেষ চীনের শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী বলছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ভারতীয় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

আজ বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের চন্দ্র মিশন নিয়ে যিনি প্রশ্ন তুলেছেন তিনি আর কেউ নন—কসমোকেমিস্ট ওউইয়াং জিউয়ান। চীনের চন্দ্রাভিযান প্রোগ্রামের প্রতিষ্ঠাতা বলা হয় এই বিজ্ঞানীকে। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরুতে চীনের প্রথম সফল অভিযানেরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 

বর্তমানে চীনের অ্যাকাডেমি অব সায়েন্সের সদস্য জিউয়ান গত বুধবার ভারতীয় চন্দ্রাভিযানের বিষয়ে বলেছেন, ‘চন্দ্রযান-৩ এর অবতরণ স্থান চাঁদের দক্ষিণ মেরুতে ছিল না। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বা আর্কটিক মেরু অঞ্চলের কাছেও অবতরণ করেনি।’ 

তিনি দাবি করেছেন, ভারতের রোভারটি চাঁদের প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে। এ হিসেবে এটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে, দক্ষিণ মেরুতে নয়। দক্ষিণ মেরু চাঁদের ৮৮ দশমিক ৫ এবং ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে। 

জিউয়ান জানান, পৃথিবী যে অক্ষের ওপর সূর্যের চারপাশে ঘোরে তা ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকে। তাই পৃথিবীর দক্ষিণ মেরুকে ৬৬ দশমিক ৫ থেকে ৯০ ডিগ্রি দক্ষিণের মধ্যে ধরা হয়। কিন্তু চাঁদের ক্ষেত্রে এই হিসেব মিলবে না। কারণ চাঁদ যে অক্ষের ওপর ঘুরছে তা মাত্র ১ দশমিক ৫ ডিগ্রি হেলে আছে। তাই এর মেরু অঞ্চলটি খুব ছোট (৮৮ দশমিক ৫ থেকে ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে)। 

এদিকে, পৃথিবীর হিসেবে ১৫ দিন দীর্ঘ চাঁদের রাত শেষে দিন শুরু হয়েছে এক সপ্তাহ আগেই। কিন্তু গত এক সপ্তাহ ধরে হাজার চেষ্টা করেও ভারতীয় রোভার বিক্রমের ঘুম ভাঙানো (স্টার্ট) যাচ্ছে না।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের