হোম > বিশ্ব > এশিয়া

চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি ভারত, দাবি শীর্ষস্থানীয় চীনা মহাকাশ বিজ্ঞানীর

এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও বিস্তৃত হয়েছে। সর্বশেষ চীনের শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী বলছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ভারতীয় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

আজ বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের চন্দ্র মিশন নিয়ে যিনি প্রশ্ন তুলেছেন তিনি আর কেউ নন—কসমোকেমিস্ট ওউইয়াং জিউয়ান। চীনের চন্দ্রাভিযান প্রোগ্রামের প্রতিষ্ঠাতা বলা হয় এই বিজ্ঞানীকে। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরুতে চীনের প্রথম সফল অভিযানেরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 

বর্তমানে চীনের অ্যাকাডেমি অব সায়েন্সের সদস্য জিউয়ান গত বুধবার ভারতীয় চন্দ্রাভিযানের বিষয়ে বলেছেন, ‘চন্দ্রযান-৩ এর অবতরণ স্থান চাঁদের দক্ষিণ মেরুতে ছিল না। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বা আর্কটিক মেরু অঞ্চলের কাছেও অবতরণ করেনি।’ 

তিনি দাবি করেছেন, ভারতের রোভারটি চাঁদের প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে। এ হিসেবে এটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে, দক্ষিণ মেরুতে নয়। দক্ষিণ মেরু চাঁদের ৮৮ দশমিক ৫ এবং ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে। 

জিউয়ান জানান, পৃথিবী যে অক্ষের ওপর সূর্যের চারপাশে ঘোরে তা ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকে। তাই পৃথিবীর দক্ষিণ মেরুকে ৬৬ দশমিক ৫ থেকে ৯০ ডিগ্রি দক্ষিণের মধ্যে ধরা হয়। কিন্তু চাঁদের ক্ষেত্রে এই হিসেব মিলবে না। কারণ চাঁদ যে অক্ষের ওপর ঘুরছে তা মাত্র ১ দশমিক ৫ ডিগ্রি হেলে আছে। তাই এর মেরু অঞ্চলটি খুব ছোট (৮৮ দশমিক ৫ থেকে ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে)। 

এদিকে, পৃথিবীর হিসেবে ১৫ দিন দীর্ঘ চাঁদের রাত শেষে দিন শুরু হয়েছে এক সপ্তাহ আগেই। কিন্তু গত এক সপ্তাহ ধরে হাজার চেষ্টা করেও ভারতীয় রোভার বিক্রমের ঘুম ভাঙানো (স্টার্ট) যাচ্ছে না।

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক