হোম > বিশ্ব > এশিয়া

ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত ফিলিপাইনে নিহত অন্তত ২০ 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে কয়েক দিন ধরে তুমুল ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দেশটির প্রাদেশিক দুর্যোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। 

দুর্যোগ বিষয়ক সংস্থার কর্মকর্তারা বলেন, ফিলিপাইনের দাভাও দে অরো প্রদেশে ১৩ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও দুজন। পার্শ্ববর্তী প্রদেশ দাভাও দে নর্তে–তে সাতজনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

উত্তর–পূর্বাঞ্চলের মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশটির দক্ষিণের মিনদানাও অঞ্চলে গত ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টি হয়। প্রবল বর্ষণে অঞ্চলটিতে ভয়াবহ বন্যাসহ ভূমিধসের সৃষ্টি হয় বলে জাতীয় দুর্যোগ সংস্থার ডেটা থেকে জানা যায়। 

বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলের ৮ লাখ ১২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। 

এর আগে গত জানুয়ারির মধ্যভাগে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১৮ জনের মৃত্যু হয়। 

এশিয়ার দক্ষিণ–পূর্বের এ দেশটি ভূমিধস ও বন্যা প্রবণ। ৭ হাজার ৬০০ টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্রটিতে বছরে ২০ টিরও বেশি ক্রান্তীয় ঝড় আঘাত হানে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি