হোম > বিশ্ব > এশিয়া

ব্যভিচারের অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড 

ব্যভিচারের অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল শনিবার ৩৩ বছর ও ২৭ বছর বয়সী ওই যুবক-যুবতীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানের সংবাদমাধ্যম শার্ঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

শার্ঘের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের স্ত্রী এই বছরের শুরুতে তাঁর স্বামীর নাস্তিকতার প্রমাণ ভিডিও প্রমাণ সহ পুলিশকে উপস্থাপন করেছিলেন। তখন ওই দম্পতিকে মৃত্যুদণ্ডের শাস্তি থেকে রেহাই দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তির শ্বশুর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান এবং আদালত তাঁর পক্ষে রায় দেন।

ইরানের আইন অনুযায়ী, যদি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে ক্ষমা করে দেয় তাহলে তাঁকে ক্ষমা করে দেওয়া হয়। 

ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামি শরিয়া আইন মানা হয়। এই আইন অনুযায়ী, ব্যভিচারের শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড। তবে ২০১৩ সালে তেহরানের পক্ষ থেকে বলা হয়, এই মৃত্যুদণ্ড অন্য মাধ্যমেও দেওয়া যাবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, গত বছর ২৪৬টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একটি ছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড।

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক