হোম > বিশ্ব > এশিয়া

উড়োজাহাজ বিধ্বস্ত: নেপালে জাতীয় শোক 

গত তিন দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের জন্য শোক পালন করছে নেপালিরা। সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এ ছাড়া বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে যে ৭২ জন আরোহী উড়োজাহাজে ছিলেন, তাঁদের সবারই প্রাণ যাওয়ার শঙ্কা রয়েছে। নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। 

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কয়েক শ নেপালি সৈন্য। অন্ধকারের কারণে রোববার রাতের দিকে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছাকাছি আসার পর উড়োজাহাজটি ঘুরতে থাকে। এরপর এটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। 

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা বিরল নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে সবশেষ রোববারের এই বিধ্বস্তের ঘটনাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়। 

আরও পড়ুন:

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে