হোম > বিশ্ব > এশিয়া

উড়োজাহাজ বিধ্বস্ত: নেপালে জাতীয় শোক 

গত তিন দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের জন্য শোক পালন করছে নেপালিরা। সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এ ছাড়া বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে যে ৭২ জন আরোহী উড়োজাহাজে ছিলেন, তাঁদের সবারই প্রাণ যাওয়ার শঙ্কা রয়েছে। নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। 

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কয়েক শ নেপালি সৈন্য। অন্ধকারের কারণে রোববার রাতের দিকে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছাকাছি আসার পর উড়োজাহাজটি ঘুরতে থাকে। এরপর এটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। 

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা বিরল নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে সবশেষ রোববারের এই বিধ্বস্তের ঘটনাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়। 

আরও পড়ুন:

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের