হোম > বিশ্ব > এশিয়া

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় গুরুতর দুর্ঘটনা, ক্ষুব্ধ কিম জং উন

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন। ছবি: বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ বৃহস্পতিবার একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া একটি গুরুতর দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি এমন একটি কাণ্ড, যা সহ্য করা যায় না।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর শহর চংজিনের এক জাহাজ কারখানায় ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের তলা নষ্ট হয়ে গেছে এবং জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিম জং উন স্বয়ং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ঘটনাটি এক মুহূর্তের মধ্যেই জাতির মর্যাদা ও গৌরবকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার জন্য কিম নির্মাণ প্রকল্পে নিয়োজিতদের চরম অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা ও অজ্ঞানতাকে দায়ী করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী মাসে (জুন) অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ পার্টি সম্মেলনের আগেই যুদ্ধজাহাজটি পুনরায় সংস্কার করে প্রস্তুত করতে হবে এবং জাহাজের নকশার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির তথ্য দেয়নি।

উত্তর কোরিয়ার মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে এ ধরনের স্থানীয় দুর্ঘটনার খবর প্রকাশ করা অত্যন্ত বিরল। তবে এর আগেও কিছু ঘটনার তথ্য সীমিতভাবে প্রকাশ পেয়েছে। যেমন—গত বছরের নভেম্বরে একটি সামরিক স্যাটেলাইটের মাঝআকাশে বিস্ফোরণকে ‘গভীর ব্যর্থতা’ বলে স্বীকার করেছিল তারা। ২০২৩ সালের আগস্টে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতার কারণ হিসেবে জরুরি উৎক্ষেপণ ব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়েছিল।

সর্বশেষ দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একটি ৫ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছিল। দেশটির দাবি, এই জাহাজে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। কিম এই যুদ্ধজাহাজকে নৌবাহিনীর আধুনিকায়নে ‘অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং জানিয়েছিলেন, এটি আগামী বছরের প্রথম দিকে মোতায়েন করা হবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহু আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। অনেক সময় সাধারণ কাজের জন্যই কাউকে জেল খাটতে হয়। এখন দেখার বিষয়, এই যুদ্ধজাহাজের ব্যর্থতায় জড়িত ব্যক্তিদের কী ধরনের শাস্তির মুখোমুখি করা হয়।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার