হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে বিস্ফোরণে ৮ জন নিহত, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। আফগান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে শুক্রবারে ঘটা এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। এক বিবৃতিতে আইএস বলেছে, কাবুলের পশ্চিমাঞ্চলে চালানো হামলায় হতাহতের সংখ্যা অন্তত ২০।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘আইএস যে জায়গায় হামলা চালিয়েছে, সেটি ছিল জনাকীর্ণ একটি জায়গা। অনেক মানুষ বাস করে সেখানে।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আহতদের সাহায্য করতে অনেক মানুষ ছোটাছুটি করছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরকটি একটি সবজির গাড়িতে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই বিস্ফোরণের ফলে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি হতাহত হয়েছে।’ 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারণ আহতদের বেশির ভাগেরই অবস্থা অত্যন্ত গুরুতর। 

 ২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে আইএসের সহযোগী সংগঠনটি। গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন। তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে আইএস এখন দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটা বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে আইএস। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ওপর হামলাগুলোর দায় স্বীকার করেছে তারা।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে