ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি কার্গো জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যায় হামলার শিকার হয়। এ হামলার জন্য ইরানকে সন্দেহ করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি টিভি চ্যানেল এন ১২-এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল এন ১২-এর প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া জাহাজটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পরই সেটি চলা শুরু করে।
ঘটনার পরই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেবাননের ইরান সমর্থিত চ্যানেল আল মায়াদিন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর ঘটা করে প্রচার করেছে।
এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিল না।
এ হামলা নিয়ে ইসরায়েল ও আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।