হোম > বিশ্ব > এশিয়া

সুইস ব্যাংকের ফাঁস হওয়া হিসাবে ১৪০০ পাকিস্তানির নাম

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সুইস ব্যাংক, যার ১৮ হাজারের বেশি হিসাবের তথ্য গতকাল ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া হিসাবের তথ্যে দেখা গেছে, অন্তত ৬০০ ব্যাংক হিসাবের সঙ্গে ১৪০০ পাকিস্তানির নাম জড়িত। পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তথ্যে এমন হিসাবও পাওয়া গেছে যেগুলো এখন বন্ধ কিন্তু অতীতে চালু ছিল। তবে ফাঁস হওয়া হিসাবে এমন ব্যক্তিদের নাম পাওয়া গেছে যাদের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলি ব্যুরো (এনএবি) তদন্ত করছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এনএবি যখন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল, তখনই তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। অথচ বিষয়টি আমলে নেয়নি সুইস ব্যাংক। যদিও মামলায় অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীদের সুইস ব্যাংকে হিসাব খোলার ব্যাপারে বিধিনিষেধ আছে।

ফাঁস হওয়া হিসাবের মধ্যে কয়েকজন রাজনীতিবদের নামও রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে সম্পদের ঘোষণাপত্র জমা দেওয়ার সময় তারা এটি উল্লেখ করেননি যে তাদের সুইস ব্যাংকে হিসাব আছে। 

গতকাল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, সুইস ব্যাংকের তথ্য ফাঁস করেছেন ব্যাংকটির এক স্বঘোষিত হুইসেল-ব্লোয়ার। তিনি ব্যাংকটির ১৮ হাজারের বেশি হিসাব সম্পর্কিত তথ্য জার্মান সংবাদমাধ্যম সুডয়চে যায়টংকে দেন, যেখানে জমা রয়েছে মোট ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ। সংবাদপত্রটি এই তথ্য সংবাদ বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রোজেক্টসহ (ওসিসিআরপি) আরও ৪৬টি সংবাদমাধ্যমকে দেয়, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস। 

নিউইয়র্ক টাইমস জানায়, ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের তথ্য রয়েছে। ক্রেডিট সুইস ব্যাংকের যে গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের সাবেক একনায়ক হুসনি মোবারকের দুই ছেলে। রয়েছেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান, যিনি ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে শত শত কোটি ডলার আফগানিস্তানের মুজাহিদীনদের পাঠিয়েছিলেন। রয়েছে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের নামও। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে