প্রসব বেদনা নিয়ে নিজেই বাইসাইকেল চালিয়ে গেছেন হাসপাতালে। সেখানে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের এক নারী আইনপ্রণেতা। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের পার্লামেন্টের নারী ওই আইনপ্রণেতার নাম জুলি অ্যান জেনটার। তিনি দেশটির গ্রিন পার্টির একজন এমপি।
প্রসব বেদনার সময় সাইকেল চালানোর ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন জেনটার।
সেখানে তিনি লেখেন, বড় খবর! আজ সকাল ৩টা ৪ মিনিটে আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাই। আমি সত্যিকার অর্থে প্রসব বেদনার সময় সাইকেল চালানোর পরিকল্পনা করিনি, তবে এটি ঘটেছিল।
৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডের রাজনীতিকদের সাধারণ জীবন-যাপনের সুখ্যাতি রয়েছে। সন্তান জন্ম দেওয়ার কারণে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। জাতিসংঘের বৈঠকে তিন মাসের সন্তানকে নিয়েও অংশ নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের নারী এই আইনপ্রণেতা মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটায় জন্মগ্রহণ করেছিলেন। পরে ২০০৬ সালে তিনি প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে চলে যান। তাঁর মার্কিন নাগরিকত্ব রয়েছে।
তবে বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দেওয়ার ঘটনা নিউজিল্যান্ডের এই নারী আইনপ্রণেতার জন্য প্রথম নয়। ২০১৮ সালেও নিজের প্রথম সন্তান জন্মের সময়ও তিনি বাইসাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং সন্তানের জন্ম দিয়েছিলেন।