হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ার বন্দিশিবির থেকে এক বাংলাদেশিসহ শতাধিক রোহিঙ্গার পলায়ন

মালয়েশিয়ার একটি বন্দিশিবির থেকে ১৩০ জন অবৈধ অভিবাসী পালিয়ে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এই অবৈধ অভিবাসীরা পালিয়ে যান। এরই মধ্যে ছয়জনকে আটক করতে পেরেছে কর্তৃপক্ষ। 

তাপাহ জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাইম আনসারি কয়েকজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেছেন, আটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

আজ শুক্রবার তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। বিভিন্ন নিরাপত্তা সংস্থার ৩৮৭ সদস্য বিষয়টি নিয়ে কাজ করছেন।’

গতকাল বৃহস্পতিবার রাতে বিদোর অস্থায়ী অভিবাসন ডিপো থেকে ১৩১ অবৈধ অভিবাসী পালিয়ে যান। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। 

পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ১১৫ জনই রোহিঙ্গা, ১৫ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি। ডিপোটিতে আরও ৪৩৫ জন অবৈধ অভিবাসী বন্দী ছিলেন। তাঁদের অন্য ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন দপ্তর। 

বিদোর বন্দিশিবিরে মোট ৫৫৬ জন অবৈধ অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ২৯৭ জন রোহিঙ্গা। বাকিরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিক। 

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুশুহ বলেন, বাকি বন্দীরা পালানোর চেষ্টা করেননি। তাঁদের সবাইকে ছয়টি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়েছে।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের