হোম > বিশ্ব > এশিয়া

৩৮ বছর পর ক্ষমতা ছাড়ার ঘোষণা হুন সেনের

দীর্ঘ ৩৮ বছর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন হুন সেন। তিনি ঘোষণা দিয়েছেন, আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, তবে ক্ষমতা গ্রহণের তিন সপ্তাহ পরই তিনি পদত্যাগ করে তাঁর বড় ছেলে হুন মানেতের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার কম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক এবং কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) নেতা হুন সেন এই ঘোষণা দেন। এর আগে, গত রোববার অনুষ্ঠিত দেশটির সপ্তম জাতীয় নির্বাচনে সিপিপি ভূমিধস বিজয় অর্জন করে। অবশ্য নির্বাচনে উল্লেখ করার মতো কোনো বিরোধী দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

হুন সেন তাঁর ঘোষণায় বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব না। আমি চাই জনগণ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করুক।’ উল্লেখ্য, হুন সেন দীর্ঘ ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় ছিলেন। ৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ জানান, তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তবে কিছুদিন পরই ক্ষমতা তাঁর বড় ছেলে হুন মানেতের কাছে হস্তান্তর করবেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভাষণে হুন সেন বলেন, তিনি তাঁর ইচ্ছার বিষয়টি রাজা নরোদম সিহামনিকে অবগত করেছেন এবং রাজা তাঁর ইচ্ছার সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, নির্বাচন কমিটি গত রোববার হয়ে যাওয়া নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানানোর পরপরই তাঁর ছেলে হুন মানেত প্রধানমন্ত্রী হবেন। 

হুন সেন জানিয়েছেন—কেবল প্রধানমন্ত্রী পদেই নয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও পরিবর্তন আসবে। বুড়ো রাজনীতিবিদদের পরিবর্তে এসব মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তরুণ প্রজন্মের নেতারা। আগামী ১২ আগস্ট দেশটির নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। 

৪৫ বছর বয়সী হুন মানেত বর্তমানে কম্বোডিয়ার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার একই সঙ্গে তিনি গত রোববার হয়ে যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করে জয়ও লাভ করেন। এ ছাড়া তাঁর দল সিপিপি দেশটির ১২৫ আসনে পার্লামেন্টের মধ্যে ১২০টি আসন পেয়ে এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

যদিও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন হুন সেন, তবে তারপরও দেশ পরিচালনায় তাঁর অংশগ্রহণ থেকে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও দেশের সিনেটের প্রেসিডেন্টের পদ থেকে সরবেন না।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!