হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে তেলের ট্যাংকারে আগুন, নিহত ১৯ 

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি জ্বালানি তেলের ট্যাংকারবাহী টানেলে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। 

জ্বালানি টানেলটি ‘সালং টানেল’ নামে পরিচিত। এটি পারওয়ান ও বাঘলান প্রদেশের ভেতর দিয়ে গেছে। ১৯৬০ সালে নির্মিত এ টানেলটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬৭ কিলোমিটার। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি টানেল। 

পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম সিএনএনকে বলেছেন, ‘শনিবার রাতে সলং টানেলে জ্বালানি ট্যাংকারটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

হেকমতুল্লাহ শামীম আরও বলেছেন, ‘কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।’ 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীমের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক জীবিত মানুষ আটকা পড়ে আছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

পারওয়ানের প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ২৪ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান বলেছেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু রয়েছে। আগুনে বেশ কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। 

আফগানিস্তান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জরুরি উদ্ধার-কর্মীরা টানেল পরিষ্কারের কাজ করছেন।’ 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে