হোম > বিশ্ব > এশিয়া

‘স্বৈরাচারী’ রাশিয়ার কাছ থেকে গণতান্ত্রিক নির্বাচনের পরামর্শ নেবে মিয়ানমার 

রাশিয়াকে ‘স্বৈরাচারী’ দেশ বলে আখ্যা দিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (আইইইউ)। এবার সেই রাশিয়ার কাছ থেকেই গণতান্ত্রিক নির্বাচনের পরামর্শ নিতে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এ লক্ষ্যে গত বুধবার দেশটির জান্তা সরকার নিযুক্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান রাশিয়া সফরে গেছেন। 

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার ২০২৫ সালে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বড় কোনো অঘটন না ঘটলে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। জান্তা সমর্থিত অপর একটি রাজনৈতিক দলের প্রথম সারির এক নেতাও একই তথ্য জানিয়েছেন। 

থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে রাশিয়ার পরামর্শ চেয়েছে। এ লক্ষ্যে দেশটির নির্বাচন কমিশনার থেইন সোয়ে গত বুধবার রাশিয়া সফরে গেছেন। তাঁর এই সফর মূলত মিয়ানমার ও রাশিয়ার মধ্যে নির্বাচনী সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে। 

সাত দিনের সফরে থেইন সোয়ে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এই সময়ে তিনি রাশিয়ার স্থানীয় নির্বাচনও পর্যবেক্ষণ করবেন। এর আগে, গত জুলাই মাসে থেইন সোয়ে কম্বোডিয়ার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করেন। সেই নির্বাচনে দেশটির দীর্ঘ সময়ের শাসক হুন সেন প্রধান বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে নিষিদ্ধ করেন। বিশ্বের অধিকাংশ দেশই সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে মত দিয়েছে। 

থেইন সোয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। তিনি মেজর জেনারেল পদমর্যাদায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান জেনারেল থান শোয়ের সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তিনি ২০১০ সালে থান শোয়ের জান্তা সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের তত্ত্বাবধান করেছেন। সে সময় তিনি সেনাবাহিনী সমর্থিত দল—ইউনিয়ন সলিডারিটি এবং ডেভেলপমেন্ট পার্টিকে সুবিধা দিতে মিয়ানমারের নির্বাচন আইন সংশোধন করেছিলেন। তার পরও সেই নির্বাচনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়লাভ করেছিল। 

উল্লেখ্য, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ২০২২ সালের গণতন্ত্র সূচকে রাশিয়াকে ইউক্রেন আক্রমণ এবং অন্যান্য মানদণ্ডের প্রেক্ষাপটে রাশিয়াকে ‘স্বৈরাচারী’ দেশ বলে আখ্যা দেয়।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়