হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তান নিয়ে তথ্য লুকিয়েছে মার্কিন সরকার: পর্যবেক্ষক সংস্থা 

আফগানিস্তানের সাবেক সরকারের দ্রুত পতনের বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের কাছে তথ্য লুকিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের সরকারকে পর্যবেক্ষণ করে এমনটি সংস্থা। 

পর্যবেক্ষণ সংস্থা দ্য স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশনের (এসআইজিএআর) কর্মকর্তা জন সোপকো বলেন, গত আগস্টে আফগানিস্তানে যা হয়েছে এবং সমস্ত সতর্কতা চিহ্ন যা এই ফলাফলের পূর্বাভাস দিতে পারত সেগুলো জানা সম্ভব যদি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলো জনগণকে জানাত। 

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ডিপার্টমেন্ট অনুরোধ করেছিল কিছু রিপোর্ট সাময়িকভাবে সরাতে যাতে সরকারি তথ্য সংশোধন করা যায় এবং আফগান এবং আফগান অংশীদার সংস্থার পরিচয় রক্ষা করা যায়। 

এ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

সাংবাদিকদেরকে সোপকো জানান, তালেবানের কাবুল দখলের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁকে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু প্রতিবেদনের অনলাইন অ্যাকসেস সাময়িকভাবে বন্ধ করতে বলে। 

সোপকো  বলেন, মার্কিন সরকারের আমাদের প্রতিবেদনে ব্যক্তিদের প্রতি নির্দিষ্ট কোনো হুমকি বর্ণনা করতে সক্ষম হয়নি। আমি অনিচ্ছায় নথিগুলোর অ্যাক্সেস বন্ধ করে দিই। 

তিনি জানান, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এসআইজিএআর-এর অনলাইনে থাকে প্রায় দুই হাজার ৪০০ আইটেমের সংশোধন চেয়েছে। 

সোপকো বলেন, কিছু প্রতিবেদন থেকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নাম মুছে ফেলতে বলা হয়েছে। 
 
ওই প্রতিবেদনগুলোর পর্যবেক্ষণের পর সোপকোর সংস্থা মাত্র চারটি আইটেম সংশোধনের যোগ্য বলে মনে করেছেন। 

সোপকো অভিযোগ করেন, ২০১৫ সাল থেকেই আফগানিস্তানের আশরাফ গনি সরকারের অনুরোধে আফগানিস্তান থেকে প্রকাশ্যে তথ্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর বেশির ভাগ তথ্যই ছিল ক্ষয়-ক্ষতির তথ্য। এ সব তথ্য থেকে আফগানিস্তানের সাবেক সেনাদের সক্ষমতা বোঝা সম্ভব ছিল মনে জানান সোপকো।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!