হোম > বিশ্ব > এশিয়া

ভিসা জালিয়াতি করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার সময় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাল রেসিডেন্ট ভিসা ব্যবহার করে শ্রীলঙ্কা হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টার অভিযোগে দেশটির বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে (বিআইএ) তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেল ৫টা ২৫ মিনিটে বাহরাইনগামী গালফ এয়ারের ফ্লাইট জিএফ-১৪৫ ধরতে যাচ্ছিলেন ২২,২৩ ও ২৫ বছর বয়সী ওই তিন নারী। বিমানবন্দরের কর্তব্যরত কর্মকর্তাদের তাদের ভিসার কাগজপত্র দেখে সন্দেহ হয়। সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাদের থামিয়ে দেন এবং বিষয়টি অধিকতর তদন্তের জন্য শ্রীলঙ্কার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সীমান্ত নজরদারি ইউনিটের কাছে হস্তান্তর করেন।

ইমিগ্রেশন ডিপার্টমেন্টের টেকনিক্যাল দল ভিসাগুলো পরীক্ষা করে নিশ্চিত হয় যে, সেগুলো জাল। কর্মকর্তারা জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভিসাগুলো তৈরি করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশি নারীকে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি এখন এই জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে এবং এর উৎস সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।

এই ঘটনাটি শ্রীলঙ্কার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা এবং জাল কাগজপত্র শনাক্ত করার ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করে। একই সঙ্গে, এটি অবৈধ উপায়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকারী ব্যক্তিদের জন্য একটি সতর্কবার্তা।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি