হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে বিরোধীদের হামলায় ২০ জান্তা সৈন্য হতাহত

মিয়ানমারের তিনটি প্রদেশে গত দুই দিনে জান্তাবিরোধীদের হামলায় অন্তত ২০ জন জান্তা সৈন্য হতাহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর হামলায় মারা গেছেন ১০ বেসামরিক নাগরিক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের চিন, কায়াহ ও কারেন প্রদেশের বাগো, মান্দালয় ও তানিনথারি অঞ্চলে হামলা চালায় জান্তা সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো (ইএও)। সংগঠনগুলোর হামলায় জান্তা সেনা হতাহত হয়।

গত বৃহস্পতিবার চিন রাজ্যের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর একটি ক্যাম্পে অভিযান চালায় পিডিএফের সেনারা। এতে ১২ জান্তা সেনা নিহত হয়। আহত হন আরও অনেকে। সেই ক্যাম্প থেকে পশ্চাদপসরণ করে পালিয়ে যাওয়ার আগে একটি গ্রাম পুড়িয়ে দেয় জান্তাবাহিনী। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় ক্যাম্প বানিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের বিরোধী দলগুলো।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। বিগত জাতীয় নির্বাচনে জয়ী অং সান সু চিকে আটক করে জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। সেই প্রতিবাদে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি বন্দী হয়েছেন ১০ হাজারেরও বেশি। 

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক