হোম > বিশ্ব > এশিয়া

অলিম্পিক আয়োজনকে ‘চীনের বড় বিজয়’ বলল উত্তর কোরিয়া

শীতকালীন অলিম্পিক আয়োজন করার জন্য চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। চীনা প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে তিনি এই আয়োজনকে ‘মহান বিজয়’ বলে উল্লেখ করেছেন। 

চিঠিতে কিম লেখেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসংকট চলছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে শীতকালীন অলিম্পিকের সফল উদ্বোধন করতে পারা সমাজতান্ত্রিক চীনের আরেকটি বড় বিজয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এমন একটি খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

আজ শুক্রবার থেকে চীনের বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস। অন্যদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একই দিনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনা করবে। যেখানে গত জানুয়ারিতে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

এর আগে জানুয়ারিতে এক চিঠিতে উত্তর কোরিয়া বলেছিল, তারা করোনা সংক্রমণের ঝুঁকির কারণে চীনের অলিম্পিক গেমসে অংশ নেবে না। কিন্তু গত বছর টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে দল পাঠাতে ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়ার খেলোয়াড়দের এ বছরের শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া আটকে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি)। 

আগের চিঠিতে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপেরও সমালোচনা করেছিল উত্তর কোরিয়া। এদিকে চীনের উইঘুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই অলিম্পিক বয়কট করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকেরা। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে