হোম > বিশ্ব > এশিয়া

টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে ২ জন ওমিক্রনে আক্রান্ত

টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে দুজন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। শঙ্কা করা হচ্ছে, সিঙ্গাপুরে ওমিক্রনে আক্রান্ত রোগী আরও পাওয়া যাবে। 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে বিমানবন্দরের এক কর্মীর দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। তাঁর করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া ছিল। 

একটি বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ বছর বয়সী ওই নারী কর্মী বিমানবন্দরে কোনো ট্রানজিট যাত্রীর সংস্পর্শে এসে হয়তো ওমিক্রনে আক্রান্ত হয়েছে।  

সিঙ্গাপুরের ফ্রন্টলাইন কর্মীদের নিয়মিত করোনা পরীক্ষার সময় ওই নারীর দেহে ওমিক্রন শনাক্ত হয়। তবে তাঁর মধ্যে কোনো উপসর্গ নেই। 

সিঙ্গাপুরে এক জার্মান নাগরিকের দেহেও করোনা শনাক্ত হয়েছে। তাঁরও করোনা টিকা বুস্টার ডোজ দেওয়া ছিল।

এর আগেও সিঙ্গাপুরে তিনজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তবে তাঁরা সবাই বিদেশি ছিলেন। 

সিঙ্গাপুরে ৯৬ শতাংশ মানুষই করোনার টিকা পেয়েছেন। ওমিক্রন সংক্রমণের শঙ্কায় দেশটিতে এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত