আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (উনামা) মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সংস্থাটি। গত শুক্রবার শেষ হওয়ার দিনই মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। নিরাপত্তা কাউন্সিলের অনুমোদনও মিলেছে।
এক মাস আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। বর্তমান সংকট কাটাতে এবং পরিবর্তন আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার এক বৈঠকে নিরাপত্তা কাউন্সিলের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা আফগানিস্তানে মিশনের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে ভোট দেন। এর মাধ্যমে দেশটির জনগণ মানবিক সহায়তার ক্ষেত্রে সুবিধা পাবে।