হোম > বিশ্ব > এশিয়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উ.কোরিয়া

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

অস্ত্র কর্মসূচির জন্য কয়লা, লোহা, সিসা, টেক্সটাইল, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে পিয়ংইয়ং আন্তর্জাতিকভাবে বড় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। 
 
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার সক্ষমতা বিকাশ অব্যাহত রেখেছে। যদিও দেশটি গত বছর কোনো পারমাণবিক পরীক্ষা বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি। 
প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে।
 
উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ডিপিআরকের (উ.কোরিয়া) পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত ছিল। ডিপিআরকে (উ.কোরিয়া) এ সংক্রান্ত উপাদান, প্রযুক্তি ও জ্ঞানের সন্ধান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত সাইবার মাধ্যম ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে জানতে বিদেশের শরণাপন্ন হয়েছে । 

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পদের জন্য উত্তর কোরিয়া সাইবার আক্রমণের আশ্রয় নিয়েছে।  এটি তাদের সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস  ।
 
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গত বছর পরিশোধিত পেট্রোলিয়ামের অবৈধ আমদানির পরিমাণ বেড়েছে উত্তর কোরিয়ায়, কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম।
 
যদিও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগের জন্য ক্রমাগত বলে যাচ্ছে। এদিকে বেইজিং ও মস্কো মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে