হোম > বিশ্ব

গাজায় গণহত্যা: ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আদেশের অপেক্ষা 

ফিলিস্তিন ভূখণ্ড গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। বেশ কয়েক দফা শুনানির পর বিষয়টি নিয়ে আজ শুক্রবার অস্থায়ী আদেশ দেবেন আইসিজে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

গত বুধবার প্রকাশিত আইসিজের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) গাজা উপত্যকায় গণহত্যার অপরাধ ও এর প্রতিরোধ এবং শাস্তি-সংক্রান্ত কনভেনশনের প্রয়োগের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলায় (দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল) দক্ষিণ আফ্রিকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের বিষয় অস্থায়ী আদেশ দেবে আইসিজে।

বিবৃতিতে আরও বলা হয়, দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কার্যালয় পিস প্যালেসে স্থানীয় সময় আজ বেলা ১টায় এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে সবার প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। শুনানির পর আইসিজের প্রেসিডেন্ট জন ই ডনেহিউ আদালতের রায় পড়ে শোনাবেন।

ন্যায়বিচার আদালতের প্রধান জন ই ডনেহিউসহ মোট ১৭ জন বিচারপতি এই আদেশের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন—দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট সাবেক উপপ্রধান বিচারপতি ডিকগ্যাঙ মোসাঙ্কে এবং ইসরায়েলের সাবেক প্রধান বিচারপতি আরন বারাক। 

মূলত, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকের মোট সদস্য সংখ্যা ১৫। তবে মামলার দুই পক্ষ ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার তরফ থেকে আরও দুজন বিচারপতি অন্তর্ভুক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে ১৭। 

এর আগে গত ২৯ ডিসেম্বর গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। পরে জেনোসাইড কনভেনশনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে আইসিজে। 

আদালতে জমা দেওয়া ৮৪ পৃষ্ঠার নথিপত্র অনুসারে, ইসরায়েলের কর্মকাণ্ড ও উচ্ছেদ সবই গণহত্যামূলক। কারণ, তা ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নির্মূল করার উদ্দেশ্যে সংঘটিত হচ্ছে। আবেদনে আইসিজেকে আগামী সপ্তাহে শুনানির পাশাপাশি গাজায় ইসরায়েলের সব সামরিক তৎপরতা বন্ধ করাসহ কয়েকটি ‘অস্থায়ী ব্যবস্থা’ নেওয়ার অনুরোধ করা হয়।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

যুক্তরাষ্ট্রকে ‘সহযোগিতার’ ঘোষণা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭