হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে কাবুলে আফগানিস্তান–ভারত বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি। ছবি: এএনআই

আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ভারত। সম্প্রতি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এ বৈঠকে অংশ নেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ খুব বেশি প্রয়োজন। ভারতীয় প্রতিনিধি আনন্দ প্রকাশ বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আফগানিস্তানে অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি স্থগিত প্রকল্পগুলো শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিও।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প