হোম > বিশ্ব > ভারত

আরব সাগরে ভারতের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া, সতর্ক পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এক্স

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে নিজেদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত। বিশ্লেষকদের মতে, কাশ্মীর হামলার পর এই মহড়ার মাধ্যমে ভারত হয়তো তার প্রতিবেশী রাষ্ট্রকে (পাকিস্তান) কোনো বার্তা দিতে চাচ্ছে।

মহড়ার পর দেশটির নৌবাহিনী জানিয়েছে, তারা জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে’ যুদ্ধের জন্য প্রস্তুত।

নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে সমুদ্রের মধ্যে একটি যুদ্ধজাহাজ থেকে জাহাজ ও ভূমিবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। এই যুদ্ধজাহাজগুলোর মধ্যে কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ও ক্রিভাক-ক্লাস ফ্রিগেট অন্তর্ভুক্ত ছিল।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর জন্য কার্যক্ষমতা, সিস্টেম ও ক্রুর প্রস্তুতি নিশ্চিত করতে এই মহড়া। আমরা সফলভাবে এই মহড়া শেষ করেছি। ভারতীয় নৌবাহিনী জাতির সামুদ্রিক স্বার্থরক্ষায় যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত।’

এই মহড়ার পর আরব সাগর অঞ্চলে ভারতের মহড়া নিয়ে পাকিস্তান একটি বিবৃতি দিয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্রের মহড়ার ঘটনা ঘটল। জম্মু ও কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যার পর ভারত পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে। এ ছাড়া আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করেছে। একই সঙ্গে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তানের দিক থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত, যা দেশটির সৈন্যদের যুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সীমান্তে দুই দেশের মধ্যে কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এসবের জবাব দিয়েছে। তবে এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প