হোম > বিশ্ব > ভারত

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

আজকের পত্রিকা ডেস্ক­

হোসেনকে চপেটাঘাত করেন এক সহযাত্রী। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ছবি: সংগৃহীত

ফ্লাইটে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে সহযাত্রীর চড় মারার একটি ভিডিও গতকাল ভাইরাল হয়েছিল। ভারতের ইন্ডিগো এয়ারের ফ্লাইটের অসুস্থ এই ব্যক্তি নিখোঁজ বলে অভিযোগ করেছে পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম হোসেন আহমেদ মজুমদার (৩২)। তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা। মুম্বাইয়ে একটি হোটেলে কাজ করেন।

গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন। ফ্লাইট চলাকালে তিনি হঠাৎ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। সাধারণত, এমন পরিস্থিতি এলে তীব্র ভয়ের কারণে শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে দেখা যায়, বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী তাঁকে চড় মারেন। তখন ক্রু সদস্যরা ওই ব্যক্তিকে শান্ত থাকার অনুরোধ করেন এবং আরেকজন যাত্রী চড় মারার প্রতিবাদ করেন।

চড় মারা ব্যক্তিকে হাফিজুল রহমান হিসেবে শনাক্ত করা হয়েছে। বিমান কলকাতায় নামার পর তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান। তবে হোসেন আহমেদ শিলচরে না পৌঁছানোয় তাঁর পরিবারের সদস্যরা চিন্তিত। শুক্রবার সন্ধ্যায় তাঁরা সাংবাদিকদের জানান, তিনি এখনো বাড়ি পৌঁছাননি এবং তাঁর মোবাইলও বন্ধ।

পরিবার আরও জানায়, তিনি মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করেন এবং এর আগেও তিনি এই একই রুটে কয়েকবার যাতায়াত করেছেন। হোসেনের বাবা আব্দুল মান্নান মজুমদার বলেন, প্রথমে তাঁর পরিবারের কয়েকজন সদস্য শুক্রবার সকালে শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। সেই সময় তাঁরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু তিনি সেখানে না পৌঁছানোয় এবং পরে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে দেখে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ—কেউই হোসেনের খোঁজ দিতে পারেনি। তাঁরা বিমানবন্দরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকেও এই বিষয়ে জানিয়েছেন। এই বিষয়ে কাছাড়ের উধারবন্দ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, চড় মারা যাত্রীকে কলকাতা বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ইন্ডিগো বলেছে, ‘আমাদের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে মারামারির ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। আমাদের ক্রু সদস্যরা নিয়ম অনুযায়ী কাজ করেছেন। মারামারিতে জড়িত যাত্রীকে আটক করে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে সব দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।’

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন