হোম > বিশ্ব

আধুনিক দাসত্বের শিকার বিশ্বের ৫ কোটি মানুষ

সর্বশেষ বৈশ্বিক জরিপ অনুসারে ২০২১ সালে বিশ্বে অন্তত ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করেছে। আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস উপলক্ষে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং অলাভজনক প্রতিষ্ঠান ওয়াক ফ্রীর যৌথ প্রতিবেদন ‘আধুনিক দাসত্বের বৈশ্বিক অনুমানের’ তথ্যানুসারে ৫ কোটি লোকের মধ্যে ২ কোটি ৮০ লাখ মানুষকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়েছে ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিয়েতে আটকা পড়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে আধুনিক দাসত্বে আটকা পড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে বিশ্বে আধুনিক দাসত্বের সংখ্যা অন্তত ১ কোটি বেড়েছে।

আধুনিক দাসপ্রথা দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত: জোরপূর্বক শ্রম এবং জোরপূর্বক বিবাহ। উভয়ই শোষণের পরিস্থিতিকে নির্দেশ করে যা হুমকি, সহিংসতা, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, বা অন্যান্য ধরনের বল প্রয়োগের কারণে একজন ব্যক্তি প্রত্যাখ্যান করতে পারে না বা ছেড়ে দিতে পারে না।
 
প্রতিবেদন অনুসারে, জোরপূর্বক দাসত্বের শিকার মানুষের মধ্যে ১ কোটি ১৮ লাখই নারী এবং মেয়ে শিশু।

উল্লেখ্য, জাতিসংঘে ১৯৪৯ সালের ২ ডিসেম্বর মানব পাচার, যৌন শোষণ, শিশু শ্রম এবং জোরপূর্বক বিয়ের মতো দাসত্বের সমসাময়িক রূপ নির্মূল করার লক্ষ্যে একটি বিল গৃহীত হয়। এর পর থেকেই ২ ডিসেম্বর আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস হিসেবে চিহ্নিত হয়।

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ