হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিএনএনের বিশ্লেষণ

ইসরায়েলের ৩ স্তরের প্রতিরক্ষা ঠেলে ঢুকছে ইরানি ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

ইরানে গত বৃহস্পতিবার হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আল জাজিরা ও জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী এ পর্যন্ত আড়াই থেকে তিন শ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, ৮০ থেকে ৯০ শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর অন্যতম কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ শক্তিশালী।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের হামলা ঠেকানোর জন্য তিন ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। এগুলো হলো আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো সিস্টেম। এর বাইরে ইসরায়েলের বেসামরিক মানুষদের রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো থামিয়ে দিচ্ছে। এতে করে ইরান সংখ্যায় বেশি ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইসরায়েলে হতাহতের মাত্রা ইরানের তুলনায় কম।

বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের অস্ত্রভান্ডারে যেসব অস্ত্র রয়েছে, সেগুলোর মধ্যে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা। এক দশক ধরে বিভিন্ন সংঘাতের সময় ইসরায়েলে হতাহতের ঘটনা কম হওয়ার পেছনে একমাত্র কারণ হলো এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বা ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা। তাঁরা আরও বলছেন, কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। এতে করে ইরানের ক্ষেপণাস্ত্র ঠিকঠাক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে না।

আয়রন ডোম

এই প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে অন্যতম আয়রন ডোম। ২০০৭ সালে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে ইসরায়েল। ২০১১ সালে থেকে এটি ব্যবহার করছে তারা। তবে এর মাঝে বিভিন্ন কারিগরি উন্নত করেছে। ৭০ কিলোমিটার পাল্লার এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূমি থেকে ভূমিতে ছোড়া উচ্চমাত্রার বিস্ফোরক বহনকারী রকেট ঠেকিয়ে দিতে সক্ষম। এটি ১ হাজার ১০০টি বস্তুতে নিশানা করতে পারে। ইসরায়েল বলছে, এটি ৯০ শতাংশ নির্ভুলভাবে কাজ করে।

মূলত ক্ষেপণাস্ত্র ছাড়া যেসব ড্রোন, মর্টার বা রকেট ছোড়া হয়, সেগুলো আকাশেই ঠেকিয়ে দিতে পারে আয়রন ডোম। ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হাতে পারে এই প্রতিরক্ষাব্যবস্থা। সূত্র বলছে, ইসরায়েলজুড়ে ১০টি স্থানে এই আয়রন ডোমের ব্যাটারি রয়েছে। এগুলো থেকে মূলত সংকেত পাঠানো হয়। এই সংকেত কাজে লগিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তিন থেকে চারটি উৎক্ষেপণ যন্ত্র স্থাপন করা হয়েছে। এগুলোই মূলত রকেট ঠেকিয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুসারে, এই উৎক্ষেপণ যন্ত্রগুলো এক স্থানে থেকে আরেক স্থানে নিতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগে। এই উৎক্ষেপণ যন্ত্রে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র বা রকেট ঠেকিয়ে দেওয়ার জন্য সেগুলো বেশ ব্যয়বহুল। একটি আয়রন ডোমের একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় ৪০ হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র এই আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ২৯০ কোটি ডলার ব্যবহার করেছে।

আরও দুটি ব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তৈরি করেছে ডেভিডস স্লিং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। প্রায় ৩০০ কিলোমিটার দূরে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম। এটি উড়তে পারে ১৫ কিলোমিটার পর্যন্ত। এটাতে ব্যবহার করা হয় ১৫ ফুট লম্বা একটি ক্ষেপণাস্ত্র।

এ ছাড়া অ্যারো সিস্টেম নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ইসরায়েল। এর মধ্যে অ্যারো-২ ও অ্যারো-৩ ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ামাত্র তা ধ্বংস করে দিতে পারে অ্যারো-২ সিস্টেম। আকাশে ১০০ কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম এটি। আর অ্যারো-৩ সিস্টেম ২ হাজার ৪০০ কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

এর বাইরে ইসরায়েল এফ-৩৫ আই যুদ্ধবিমান ব্যবহার করছে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে মার্কিন বাহিনী। এ বাইরেও নেভি ডেস্ট্রয়ার ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য।

আরও খবর পড়ুন:

আদালতে শিনজো আবের পরিবারের কাছে ক্ষমা চাইলেন হত্যায় অভিযুক্ত

দিল্লি সফর: ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চান পুতিন

বিমানে শালীন পোশাকের পরামর্শ মার্কিন মন্ত্রীর—প্রতিবাদে ‘অশালীন’ যাত্রীরা

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যোগ হতে পারে ৩০টির বেশি দেশ

মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা—ভিডিও ফাঁসে হইচই

পুতিনের নৈশভোজে যোগ দেবেন শশী থারুর, আমন্ত্রণ পাননি রাহুল

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ