হোম > বিশ্ব > আফ্রিকা

নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গিঙ্গব মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গিঙ্গব মারা গেছেন। তিনি রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন, স্থানীয় সময় আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে হেজ গিঙ্গবের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে এমবুম্বা বলেন, মৃত্যুর সময় স্ত্রী মাদামে মনিকা গেইনগস এবং তাঁর সন্তানেরা গিঙ্গবের পাশেই ছিলেন। ৮২ বছর বয়সী গিঙ্গব ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত মাসে তাঁর অসুস্থতার খবর প্রকাশ করা হয়। 

২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন হেজ গিঙ্গব। ৮৭ শতাংশ ভোট জিতে তিনি নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গিঙ্গব। তবে ২০১৯ সালের নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।

গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল এবং ২০১৪ সালে জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের নভেম্বরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গিঙ্গবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। তার আগেই অবশ্য রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন গিঙ্গব।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯