হোম > বিশ্ব > আফ্রিকা

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ, ভেঙে দেওয়া হলো সরকার

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা। সেই সঙ্গে সরকার ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) প্রেসিডেন্টের মুখ্যসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এ পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর।

প্রেসিডেন্টের মুখ্যসচিব বলেছেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাঁদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি এবং সরকারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত সরকারে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সরকারে ব্যাপক ও অপ্রত্যাশিত পরিবর্তন এটিই প্রথম নয়। পশ্চিম আফ্রিকার দেশটির রাজনীতিতে এমন ঘটনা অনেকটা স্বাভাবিকই।

মন্ত্রিসভার আকার ছোট করার জন্য প্রেসিডেন্ট ওউত্তারা মন্ত্রীর সংখ্যা কমানোর পরিকল্পনা ঘোষণা করার পর গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী আচি তাঁর এবং তাঁর সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়।

আইভরি কোস্টে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওউত্তারা ২০২০ সালে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা এখনো স্পষ্ট করেননি।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত