হোম > বিশ্ব > আফ্রিকা

জিম্বাবুয়েতে ১ লাখ ৩৫ হাজার শিক্ষক বরখাস্ত, বন্ধ প্রায় সব স্কুল

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ৯০ শতাংশ সরকারি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সেখানে শ্রেণি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের সরকারি বিদ্যালয়গুলোর ১ লাখ ৪০ হাজার শিক্ষকের মধ্যে ১ লাখ ৩৫ হাজার শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির সরকার। এমন অবস্থায় দেশটির প্রায় সব বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। 

তবে জিম্বাবুয়ের প্রগতিশীল শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট তাকাভাফিরা ঝু ‘৯০ শতাংশেরও বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছ’ বলে দাবি করেছেন। তিনি এএফপির কাছে বলেন, সরকার ৯০ শতাংশেরও বেশি শিক্ষককে বরখাস্ত করে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। 

গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসেও শিক্ষকেরা তাঁদের কাজের প্রতিবেদন দাখিল করতে পারেননি, তাই তাঁদের বরখাস্ত করা হয়েছে। 

গত তিন বছর ধরে জিম্বাবুয়ের সরকারি শিক্ষকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাঁদের মাসিক গড় আয় ১০০ মার্কিন ডলার। তিন বছর আগে জিম্বাবুয়ে সরকার কর্মীদের বেতন মার্কিন ডলার থেকে জিম্বাবুয়ের ডলারে পরিবর্তন করে। এতে মূল্যস্ফীতি দেখা দেয়। তারপর থেকে শিক্ষক ও সরকারের মধ্যে বেতন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। 

প্রগতিশীল শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট তাকাভাফিরা ঝু বলেন, ‘এখন শিক্ষকেরা মাত্র ৮০ মার্কিন ডলার আয় করছেন। আমরা বলেছি যে, সাবেক প্রেসিডেন্ট মুগাবের অধীনে আমরা যে বেতন পেতাম, তা পুনরুদ্ধার করতে চাই। তখন শিক্ষকদের বেতন ছিল ৫৪০ মার্কিন ডলার।’ 

বেতন বাড়ানোর দাবিতে শুধু শিক্ষকেরাই আন্দোলন করছেন না, দেশটির নার্স ও চিকিৎসকেরাও বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-ধর্মঘট করছেন। 

করোনার সংক্রমণ ঠেকাতে কয়েক মাস ধরেই জিম্বাবুয়েতে লকডাউন চলছিল। বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এখন আবার শিক্ষক বরখাস্তের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল। 

জিম্বাবুয়ের অর্থনীতি এক দশকেরও বেশি সময় ধরে নিম্নগামী। দেশটির দীর্ঘ সময়ের স্বৈরশাসক রবার্ট মুগাবেরের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট এমারসন নানগওয়া অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু