হোম > বিশ্ব > আফ্রিকা

মালাবিতে পোড়ান হলো ২০ হাজার করোনার ভ্যাকসিন

ঢাকা: অ্যাস্ট্রাজেনেকার তৈরি মেয়াদোত্তীর্ণ ১৯ হাজার ৬১০ ডোজ ভ্যাকসিন পুড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশ মালাবির স্বাস্থ্য কর্তৃপক্ষ। জনগণকে ভ্যাকসিনের নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মালাবি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

আফ্রিকার দেশের মধ্যে মালাবি প্রকাশ্যে এই প্রথমবারের মতো মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পোড়াল। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ধ্বংস না করার জন্য মালাবির সরকারক্র পরামর্শ দিয়েছিল। কিন্তু পরে তারা এই পরামর্শ থেকে সরে আসে।

মালাবি সরকার আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে গত ২৬ মার্চ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের এক লাখ ২ হাজার ডোজ পায়। এর মধ্যে ৮০ শতাংশ ভ্যাকসিন দেশটি ব্যবহার করেছে। পুড়িয়ে দেওয়ার ভ্যাকসিনগুলোর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত ছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এ নিয়ে মালাবির প্রধান স্বাস্থ্য সচিব ডা. চার্লস মওয়ানসাম্বো বিবিসিকে বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। তবে আমরা এগুলো না ধ্বংস করতে জনগণ ভাবতো যে আমরা হয়তো মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহার করছি।

মালাবির জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ২৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মালাবিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ১৫৩ জন।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ