হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় নিহত ৪০

বুরকিনা ফাসোতে ফরাসি বিমান হামলায় অন্তত ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

হামলায় নিহতরা প্রতিবেশী দেশ বেনিনে এক ভয়াবহ হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেছে ফরাসি বাহিনী। সেই হামলায় এক ফরাসি নাগরিকসহ বেশ ৯ জন নিহত হন। 

ফরাসি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে ফরাসি নেতৃত্বাধীন বাহিনী ‘বারখানে’ বেনিনে আক্রমণের জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীকে শনাক্ত করতে ড্রোন নিযুক্ত করে। পরে তাঁদের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিমান হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করা হয়। 

উল্লেখ্য, নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দেশ বেনিনের প্রত্যন্ত উত্তর সীমান্তবর্তী বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ডব্লিউ ন্যাশনাল পার্কের পার্ক রেঞ্জারদের ওপর দুটি হামলায় এ সপ্তাহে নয়জন নিহত হন। এর মধ্যে এক ফরাসি নাগরিকও ছিলেন। তিনি ওই পার্কের প্রধান আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষক ছিলেন। 

বেনিনের সরকারি তথ্য অনুসারে, গত মঙ্গলবার রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমার বিস্ফোরণে পাঁচ পার্ক রেঞ্জার, এক পার্ক কর্মকর্তা, এক সৈনিক ও এক ফরাসি প্রশিক্ষক নিহত হন। ওই হামলার দুই দিন পর আরেকটি বোমা বিস্ফোরণে পার্কের আরেক কর্মকর্তা নিহত হন। 

উল্লেখ্য, বেনিন দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি ছিল। সম্প্রতি সেখানে আল-কায়েদা ও আইএস আইএল (আইএস আইএস)-এর সন্ত্রাসীরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ ছাড়া নাইজার, বেনিন এবং বুরকিনা ফাসোর ওই সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু চোরাচালানকারী চক্রও সক্রিয় রয়েছে। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯