হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৫ 

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার একদল ব্যক্তি ধর্মীয় উপাসনার জন্য গির্জাটিতে সমবেত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে। গির্জায় বিশপ মনসিনর লরেন্ট ডাবিরে এক বিবৃতিতে বলেছেন, হামলার ঠিক আগে একদল লোক উপাসনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন। 

বিশপ ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আপনাদের নজরে আনতে চাই যে, ক্যাথলিক সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে আমরা ১৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। যাঁদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।’ 

নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিশপ বলেন, ‘এই বেদনাদায়ক পরিস্থিতিতে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মার জন্য, আহতদের নিরাময়ের জন্য ও শোকাহত পরিবারের সান্ত্বনার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’ 

উল্লেখ্য, বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ/আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের