হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় কাঁঠাল আকৃতির বোমা বিস্ফোরণ, দুই শিশু নিহত

এক সপ্তাহের ব্যবধানে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় তৃতীয়বারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বোমা হামলার ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালা থেকে ৬০ কিলোমিটার (২৭ মাইল) উত্তরে নাকসেকে জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমাটি দেখতে কাঁঠাল আকৃতির ছিল। শিশুরা খেলার সময় ওই কাঁঠালসদৃশ বোমাটি দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র আসান কাসিংয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহত দুই শিশুর মধ্যে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে। প্রতিবন্ধী শিশুটির নাম কিউওয়া পাথিয়াস। নিহত আরেক শিশুর নাম কিয়িংগি মাইকেল (১৪)। 

এর আগে গত ২৩ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। আহত হন তিনজন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ২৫ অক্টোবর একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ওই হামলায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে। উগান্ডার কর্তৃপক্ষ এসব হামলার ঘটনা তদন্ত করছে।    

প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে উগান্ডা

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস