হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় কাঁঠাল আকৃতির বোমা বিস্ফোরণ, দুই শিশু নিহত

এক সপ্তাহের ব্যবধানে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় তৃতীয়বারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বোমা হামলার ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালা থেকে ৬০ কিলোমিটার (২৭ মাইল) উত্তরে নাকসেকে জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমাটি দেখতে কাঁঠাল আকৃতির ছিল। শিশুরা খেলার সময় ওই কাঁঠালসদৃশ বোমাটি দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র আসান কাসিংয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহত দুই শিশুর মধ্যে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে। প্রতিবন্ধী শিশুটির নাম কিউওয়া পাথিয়াস। নিহত আরেক শিশুর নাম কিয়িংগি মাইকেল (১৪)। 

এর আগে গত ২৩ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। আহত হন তিনজন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ২৫ অক্টোবর একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ওই হামলায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে। উগান্ডার কর্তৃপক্ষ এসব হামলার ঘটনা তদন্ত করছে।    

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই