এক সপ্তাহের ব্যবধানে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় তৃতীয়বারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বোমা হামলার ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালা থেকে ৬০ কিলোমিটার (২৭ মাইল) উত্তরে নাকসেকে জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমাটি দেখতে কাঁঠাল আকৃতির ছিল। শিশুরা খেলার সময় ওই কাঁঠালসদৃশ বোমাটি দেওয়া হয়।
এর আগে গত ২৩ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। আহত হন তিনজন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ২৫ অক্টোবর একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ওই হামলায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে। উগান্ডার কর্তৃপক্ষ এসব হামলার ঘটনা তদন্ত করছে।