হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৮ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। পৃথক দুটি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, নাইজার সীমান্তবর্তী প্রদেশ সেনোর ফ্যালগৌন্তোতে সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। হামলায় ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলা শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জন বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পৃথক এক বিবৃতিতে আইভরি কোস্ট সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জ্যঁ চার্লস দিট ইয়েনাপনো সোমে জানিয়েছেন, গত রোববার বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

গভর্নর আরও জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ জন পুরুষকে বহনকারী দুটি গাড়ি অপহরণ করে পালাচ্ছিল। পরে তাদের প্রতিহত করে সবাইকে উদ্ধার করা হয়েছে।

এই হামলা এমন সময়ে হলো, যখন বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী দেশ মালি ও নাইজার আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। 

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ