হোম > বিশ্ব > আফ্রিকা

সোনার খনিতে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার আয়, ইব্রাহিম ত্রাউরের অন্তর্বর্তী সরকারের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

তিন বছরে বুরকিনা ফাসোর সোনার খনি খাতে রাজস্ব আয় হয়েছে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছে। সোমালীয় সংবাদমাধ্যম গ্যারো অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সরকার। ক্ষমতা নিয়েই ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে ঘোষণা দিয়েছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা জনগণের হাতে ফেরানো হবে। তাঁর প্রশাসনের দাবি, ক্যাপ্টেনের সেই কথা রেখেছেন তাঁরা। দেশটির খনিবিষয়ক মন্ত্রী বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তাসহ জনসেবা তহবিল সরবরাহের জন্য সরকারি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজস্ব।

আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে জর্জরিত নিরাপত্তাসংকটে। বিশেষ করে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনানিয়ন্ত্রিত সরকার বারবার বলছে, প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

তবে বেসরকারি গবেষক ও নাগরিক সমাজের অনেকে এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও নিয়মিত প্রতিবেদন থাকা জরুরি, যাতে এই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা জনগণ জানতে পারে।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু