হোম > বিশ্ব > আফ্রিকা

সোনার খনিতে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার আয়, ইব্রাহিম ত্রাউরের অন্তর্বর্তী সরকারের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

তিন বছরে বুরকিনা ফাসোর সোনার খনি খাতে রাজস্ব আয় হয়েছে রেকর্ড ১৮ বিলিয়ন ডলার। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকার এমনটাই দাবি করেছে। সোমালীয় সংবাদমাধ্যম গ্যারো অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সরকার। ক্ষমতা নিয়েই ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে ঘোষণা দিয়েছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা জনগণের হাতে ফেরানো হবে। তাঁর প্রশাসনের দাবি, ক্যাপ্টেনের সেই কথা রেখেছেন তাঁরা। দেশটির খনিবিষয়ক মন্ত্রী বলছেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তাসহ জনসেবা তহবিল সরবরাহের জন্য সরকারি প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজস্ব।

আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো একদিকে যেমন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে জর্জরিত নিরাপত্তাসংকটে। বিশেষ করে, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে সেনানিয়ন্ত্রিত সরকার বারবার বলছে, প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ সুবিধা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

তবে বেসরকারি গবেষক ও নাগরিক সমাজের অনেকে এই দাবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও নিয়মিত প্রতিবেদন থাকা জরুরি, যাতে এই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা জনগণ জানতে পারে।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ