হোম > বিশ্ব > আফ্রিকা

কিশোরীকে ধর্ষণের অভিযোগে নামিবিয়ার কৃষিমন্ত্রী বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

নামিবিয়ার বরখাস্ত কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারি। ছবি: বিবিসি

পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।

পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।

বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।

তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।

নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।

নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ