হোম > বিশ্ব > আফ্রিকা

সোমালি জলদস্যুদের কবলে এবার লাইবেরিয়ার জাহাজ, রুখে দিলেন ক্রুরা

ভারত মহাসাগরে ফের একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে সোমালি জলদস্যুরা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন জাহাজটির ক্রুরা। সোমালিয়া উপকূলে জার্মান কোম্পানি পরিচালিত একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা করে জলদস্যুরা।

এশিয়া শিপিং মিডিয়ার সংবাদমাধ্যম স্প্ল্যাশ২৪৭–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমপিপি ব্যাসিলিস্ক গতকাল বৃহস্পতিবার মোগাদিসুর প্রায় ৪০১ নটিক্যাল মাইল (৭৪২ কিমি) দক্ষিণ–পূর্বে সোমালি পাইরেট অ্যাকশন গ্রুপের (পিএজি) দস্যুদের কবলে পড়ে। দুটি ছোট নৌকায় করে কয়েকজন দস্যু জাহাজে উঠে পড়েছিল।

মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ২০১৩ সালে নির্মিত জাহাজটি কেপ ভার্দের পোর্টো গ্র্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল।

জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্রুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। জাহাজটি নিরাপদেই ওই এলাকা পার হতে পেরেছে।

জাহাজের মাস্টারের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। জখম গুরুতর নয়।

ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইউন্যাভফোর) অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজগুলোর একটি এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে, জাহাজে কোনো বহিরাগত নেই।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, ক্রুদের শক্ত প্রতিরোধের কারণে পিএজি জাহাজটিকে ছিনতাই করতে ব্যর্থ হয় জলদস্যুরা। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে।

সোমালিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই জাহাজে ১৭ জন ক্রু ছিলেন। দস্যুরা প্রথমে অপারেশন রুমের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল।

সোমালি জলদস্যুরা গত বছরের শেষের দিকে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ আলমেরাজ ১ ছিনতাই করার আগে বেশ কিছু দিন নীরব ছিল। বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহ তারা ছিনতাই করে গত মার্চে। প্রায় এক মাস পরে মুক্তিপণ দিয়ে ক্রু ও জাহাজ ছাড়িয়ে আনা হয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, মুক্তিপণের পরিমাণ ছিল ৫০ লাখ ডলার।

গত ২৪ ঘণ্টায় সোমালিয়া উপকূলে জলদস্যুতা–সংক্রান্ত দুটি ঘটনা ঘটেছে। এর একটি ছিল পানামার পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ। আইল থেকে ২২০ নটিক্যাল মাইল উত্তর–পূর্বে অবস্থানকালে জাহাজ থেকে জলদস্যুতা–সম্পর্কিত ঝুঁকির বার্তা পাঠানো হয়। 

অ্যামব্রে আজ শুক্রবার বলেছে, পাঁচ ঘণ্টার মধ্যে তিনটি ছোট নৌকা (স্থানীয় ভাষায় ধো) বাণিজ্যিক জাহাজের কাছাকাছি পৌঁছেছিল।

সোমালিয়ার উপকূলে জলদস্যুতা এক দশক আগে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর আগে প্রতিবছর কয়েক ডজন জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের