হোম > স্বাস্থ্য

৯২ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা পায় না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৯২ শতাংশ মানুষই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। মাত্র ৮ শতাংশ মানুষ এই সেবার আওতায় রয়েছে। আর বর্তমানে মানসিক সমস্যায় ভুগছেন দেশের ১৭ শতাংশ মানুষ। আজ রোববার মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব তথ্য জানানো হয়। 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান। 

বর্তমানে দেশের মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, শুধুমাত্র মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে না। এটা নিশ্চিত করতে হলে সমাজের বৈষম্য দূর করতে হবে। সামাজিক বৈষম্য মানসিক সমস্যার অন্যতম মূল কারণ। 

তিনি আরও বলেন, শিশুদের সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের প্রতিটা কমিউনিটি যেন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হয় সেটা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দেশের মানুষ মানসিকভাবে সুস্থ থাকবে এবং তাদের কর্মস্পৃহা বাড়বে ৷ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের দেশে মানসিক অসুখকে এখনো সিংহভাগ লোক ভৌতিক প্রভাব বলে মনে করে। মানসিক সমস্যা প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেন, করোনাকালেও আমরা বৈষম্য দেখতে পেয়েছি। কোনো দেশ বুস্টার ডোজ দিচ্ছে। আর কোনো দেশ টিকাই পাচ্ছে না। 

আরও পড়ুন:

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন