হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ফেনীতে বন্যায় ভেসে যাচ্ছেন এক নারী, ভাইরাল ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক ডেস্ক

তীব্র স্রোতে ভেসে যাচ্ছেন এক নারী, গায়ে লাল রঙের জামা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মৃত। ৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঘটনাটি ফেনীর। বন্যার পানিতে ভেসে যাচ্ছেন ওই নারী। গত শুক্রবার (২৩ আগস্ট) ‘ফরিদুল ইসলাম (Farid UL Islam)’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার রাত ১০টা পর্যন্ত ৮৫ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ৩৪ হাজারের বেশি। শেয়ার হয়েছে আড়াই হাজার।

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘রেসকিউ হাউস ২৫.০’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২২ আগস্ট চ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, এটি মূলত শিক্ষামূলক সাজানো ভিডিও। স্রোতযুক্ত নদীতে নামার বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি বানানো হয়েছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেলটিতে একই নারীর আরও একাধিক ভিডিও পাওয়া যায়। ২৩ আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একই পোশাক পরা এক নারী পানি থেকে উঠে যাচ্ছেন। আরেকটি ভিডিওটিতে দেখা যায়, এই নারীকে একজন পুরুষ পানি নিষ্কাশন পাইপের মুখ থেকে টেনে বের করছেন। প্রতিটি ভিডিওতেই চীনা ভাষায় লেখা, এসব ভিডিও শিক্ষামূলক।

সুতরাং, ফেনীতে বন্যার পানিতে এক নারীর ভেসে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো। মানুষকে সতর্ক ও সচেতন করতেই এসব ভিডিও তৈরি করা হয়েছে। আর মূল ভিডিওটি একটি চীনা ভাষার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট বন্যায় সোমবার পর্যন্ত ২৩ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের