হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ভিডিওটি কি ফিলিস্তিনের ইসরায়েলের বিমান ধ্বংসের?

ফ্যাক্টচেক ডেস্ক

চলমান হামাস–ইসরায়েল সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সাড়ে ২১ মিনিটের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, ‘ফিলিস্তিন ইসরায়েলের বিমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।’ 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওটি দেখা হয়েছে প্রায় এক লাখ ৬৪ হাজার বার। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এটি ছাড়াও একই দাবিতে ৩ মিনিটেরও একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

তবে ভিডিওগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এগুলো কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গেমিং এসএল ফাইভ ওয়ান ফাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের পয়লা মে ‘এনবিএস মেন্টিস সি-র‍্যাম- জার্মান এয়ার ডিফেন্স ইন অ্যাকশন- শুটিং ডাউন এফ-২২ র‍্যাপ্টর জেটস-আরমা ৩’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটিতে দেখানো  দৃশ্যটি বাস্তব নয়। এটি আরমা ৩ নামে একটি  ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে। 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটির মিলও খুঁজে পাওয়া যায়।  

সিদ্ধান্ত 

উপরোক্ত বিশ্লেষণসমূহ থেকে প্রতীয়মান হয় যে, একমাস ধরে চলমান হামাস–ইসরায়েল সংঘাতে ফিলিস্তিন ইসরায়েলের বিমান ধ্বংস করছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধের অংশ নয়। প্রকৃতপক্ষে ‘আরমা ৩’ নামের একটি ভিডিও গেমের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

আরব সাগরে সৈন্যসহ মার্কিন যুদ্ধজাহাজ আটক—ভাইরাল ভিডিওটি পুরোনো

হিজাব খুলে খামেনির বিরুদ্ধে ইরানি নারীদের বিক্ষোভের ভিডিওটি পুরোনো

ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছে—এই দাবির সত্যতা কতটুকু

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পার্লামেন্টের অফিসে হামলা—ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

ভাইরাল ভিডিওটি আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার নয়

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ব্রাজিলের

ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

ভিডিও গেমের ক্লিপকে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য বলে পাল্টাপাল্টি দাবি

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেপ্তারের ভুয়া খবরটি ছড়িয়েছে এবিপি আনন্দ