হোম > ফ্যাক্টচেক > বিদেশ

মোদিই পৃথিবীর শেষ আশা– এমন কিছু লেখেনি নিউইয়র্ক টাইমস

ফ্যাক্টচেক ডেস্ক

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠার কথিত একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি দেখা যাচ্ছে। শিরোনাম আকারে লেখা হয়েছে, ‘লাস্ট, বেস্ট হোপ অব আর্থ’, অর্থাৎ ‘পৃথিবীর শেষ, সর্বোত্তম আশা।’ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের গ্রুপে ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্ক্রিনশটে দেখা যাচ্ছে, দ্য নিউইয়র্ক টাইমসে গত ২৬ সেপ্টেম্বর মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সংবাদটি প্রকাশিত হয়েছে। নরেন্দ্র মোদির ছবির ওপরে মোটা হরফে শিরোনামে লেখা, “লাস্ট, বেস্ট হোপ অব আর্থ”, আর উপশিরোনামে লেখা, ‘ওয়ার্ল্ড মোস্ট লাভড অ্যান্ড মোস্ট পাওয়ারফুল লিডার, ইজ হেয়ার টু ব্লেস আস।’ অর্থাৎ ‘বিশ্বের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ক্ষমতাধর নেতা, আমাদের আশীর্বাদ করতে এসেছেন।’

উল্লেখ্য, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সমবেত হয়েছিলেন। নরেন্দ্র মোদিও একই উপলক্ষে সেখানে যান।

সাধারণ নেটাগরিকের পাশাপাশি ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করেছেন।

ফ্যাক্টচেক
ভাইরাল পোস্টগুলোতে স্ক্রিনশটের সঙ্গে কোনো ইউআরএল দেওয়া হয়নি। নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ২৬ তারিখের সংখ্যার প্রথম পাতায় নরেন্দ্র মোদিকে নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

স্ক্রিনশটে লেখা শিরোনামের হরফের সঙ্গে নিউইয়র্ক টাইমসের হরফের সূক্ষ্ণ পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া স্ক্রিনশটটি জুম করলে দেখা যায়, তারিখের জায়গায় মাসের নামের বানান ভুল লেখা হয়েছে। সেখানে ‘September’-এর স্থলে লেখা হয়েছে ‘Setpember’ লেখা হয়েছে।

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, নরেন্দ্র মোদির ছবিটি গত ৮ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া।

প্রসঙ্গত, লাস্ট, বেস্ট হোপ অব আর্থ- আব্রাহাম লিংকনের জনপ্রিয় একটি উক্তি। ১৮৬২ সালের ১ ডিসেম্বর কংগ্রেসে দ্বিতীয় বার্ষিক ভাষণে বাক্যটি ব্যবহার করেন লিংকন।

সাম্প্রতিক ভাইরাল স্ক্রিনশটে ওই উক্তিটিই শিরোনাম আকারে ব্যবহার করা হয়েছে।

সিদ্ধান্ত
দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রথম পাতায় নরেন্দ্র মোদিকে ‘পৃথিবীর শেষ, সর্বোত্তম আশা’ আখ্যা দিয়ে কখনো প্রতিবেদন প্রকাশ করেনি। ভাইরাল হওয়া কথিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

আরব সাগরে সৈন্যসহ মার্কিন যুদ্ধজাহাজ আটক—ভাইরাল ভিডিওটি পুরোনো

হিজাব খুলে খামেনির বিরুদ্ধে ইরানি নারীদের বিক্ষোভের ভিডিওটি পুরোনো

ইরানের নাগরিকদের জন্য পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছে—এই দাবির সত্যতা কতটুকু

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পার্লামেন্টের অফিসে হামলা—ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

ভাইরাল ভিডিওটি আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার নয়

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ব্রাজিলের

ইমরান খানের মৃত্যুর দাবিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া

ভিডিও গেমের ক্লিপকে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য বলে পাল্টাপাল্টি দাবি

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেপ্তারের ভুয়া খবরটি ছড়িয়েছে এবিপি আনন্দ