সম্প্রতি, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ও হাসপাতালে অজস্র মানুষ আহত অথবা মৃত অবস্থায় পড়ে আছে।
ফ্যাক্টচেক
রাস্তায় মানুষের আর্তনাদের যে ভিডিওটিকে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ২০২০ সালে ভারতে ঘটিত গ্যাস লিক দুর্ঘটনার একটি ভিডিও। The Times of India প্রকাশিত ভিডিও দেখুন নিচে
২০২০ সালের ৭ই মে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের উপকণ্ঠে ভেঙ্কটাপুরাম গ্রামে রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ায় কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ জনের মৃত্যু ঘটে। বিবিসি নিউজ বাংলা এর ‘ভারতে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে শত শত লোক অসুস্থ, নিহতের সংখ্যা বেড়ে ১৩’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, গ্যাস লিক দুর্ঘটনার পুরোনো ভিডিওটিকে করোনা পরিস্থিতির ভিডিও হিসেবে পুনরায় প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত ভারতে করোনার প্রকোপে গত পরশু অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালেই ২৫ জন মারা গেছেন।
অর্থাৎ, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও করোনা সংক্রান্ত নয়।