হোম > পরিবেশ

খামার থেকে উটপাখি ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির ছানা জব্দ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

উটপাখি ও ময়ূরসহ বিভিন্ন জাতের পাখির ছানা জব্দ করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

জব্দকৃত পাখির ছানার মধ্যে রয়েছে-৪৬টি উটপাখি,৫টি ময়ূর, ১৫টি লাভ বার্ড, ৩০টি বাজ রিগার ও ৩টি ককটেল পাখির ছানা। এসব পাখির ছানার আনুমানিক মূল্য ৮ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।  

আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী। 

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টায় পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইনের তত্ত্বাবধানে ডিবির ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামের অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে ডিবি পুলিশ। 

আটকৃতরা হলেন, নেত্রকোনা সদরে বালুকান্দা গ্রামের মৃত হাফেজ হাবিবুল্লাহর ছেলে আহমেদুল্লাহ সাকিব (৩২), কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের মো. শাহ আলমের ছেলে ইব্রাহীম রানা (৩২) ও জামালপুর বকশীঞ্জের কুশলনগর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮)। 

অভিযানের নেতৃত্বে থাকা নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন জানান, আহমেদুল্লাহ সাকিবের ভাড়া খামারে রাখা একটি সাদা প্রাইভেট কারের ভেতর কাগজের কার্টনে ৬টি উট পাখির ছানা পাওয়া যায়। পরে তাঁর খামারে অভিযান পরিচালনা করে আরও উটপাখির ছানাসহ ময়ূর, লাভ বার্ড, বাজ রিগার ও ককটেল পাখির ছানা জব্দ করা হয়।

তিনি  জানান, এ সময় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম ঘটনাস্থলে এসে বিদেশি বন্য পাখি সংক্রান্ত জিজ্ঞাসাবাদে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আটককৃতরা তা দেখাতে পারেননি। 

তিনি আরও জানান, আটককৃতরা পরস্পরের সহযোগিতায় অবৈধভাবে বিদেশি বন্য পাখির ছানা পালন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের তত্ত্বাবধানে রেখেছিল। পরে তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত প্রাণীগুলো বর্তমানে পুলিশ প্রহরায় ওই খামারেই রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রাণীগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ