হোম > পরিবেশ

‘মিধিলির’ পর ঘূর্ণিঝড় ‘মিচাং’য়ের শঙ্কা

সৌগত বসু, ঢাকা

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কাটতে না কাটতেই দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপ যদি সৃষ্টি হয়ে পরবর্তীকালে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এটির নাম হবে ‘মিচাং’। এই নামটি মিয়ানমারের দেওয়া।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, ২৬ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে ২৬ তারিখের মধ্যে। যদি সৃষ্টি হয়, তবে সেটি আরও ঘনীভূত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্ষার পরে অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশের উপকূল ঘূর্ণিঝড় প্রবণ থাকে। এই সময়ে বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়, যা পরবর্তী সময় গভীর নিম্নচাপের মাধ্যমে সাইক্লোনে পরিণত হয়ে থাকে। সাধারণত দুই সময়ে দেশে এমন ঘূর্ণিঝড় হয়ে থাকে। বর্ষার আগে ও পরে যাকে পোস্ট ও প্রি মনসুন বলা হয়ে থাকে। তবে বর্ষার পরের ঝড়গুলোর মাত্রা ও তীব্রতাও থাকে বেশি।

মনোয়ার হোসেন বলেন, যদি ২৬ তারিখে লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীকালে সেটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে সাইক্লোনে পরিণত হয়, তবে তার তীব্রতা বেশি হতে পারে। এত আগেই বলা যায় না। এখনো লঘুচাপই সৃষ্টির হয়নি। এতে করে একধরনের আতঙ্ক তৈরি হবে।

ভারতীয় বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘স্কাই মেট ওয়েদার সার্ভিসেস’ তাদের ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, থাইল্যান্ড উপসাগরে যেকোনো সময় শিগগিরই ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রাথমিক লক্ষণ রয়েছে। সেই এলাকায় একটি সংবহনশীল মেঘমালা এই বৈশিষ্ট্যটি প্রকাশ করেছে, যা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হতে পারে। এটি সংগঠিত হলে তা ছড়িয়ে যেতে পারে মালাক্কা প্রণালির কাছাকাছি মালয় উপদ্বীপজুড়ে। ২৬ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অংশে প্রবেশ করবে। অনুকূল পরিস্থিতি পেলে এটি প্রথমে একটি নিম্নচাপে এবং দ্রুত ২৬ ও ২৭ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত করবে। সেটি হলে এটি ২৮ বা ২৯ নভেম্বরের মধ্যে ঝড়ে পরিণত হতে পারে।

সেখানে আরও বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরের ওপর থেকে উৎপন্ন ঝড়গুলো দীর্ঘ সমুদ্র ঘুরতে পারে। এতে এদের তীব্রতা এবং আকারে বড় হওয়ার আশঙ্কা থাকে। এই ঝড় অন্ধ্রপ্রদেশ, ওডিশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমগ্র উপকূলে আঘাত হানতে পারে।

সর্বশেষ গত ১৭ অক্টোবর আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। মিয়ানমারের দেওয়া নাম মিচাং সৃষ্টি হলে বাংলাদেশে এ বছর এটি হবে চতুর্থ ঘূর্ণিঝড়। চলতি বছরের ১৪ মে বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। আর গত ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে।

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫