বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ এর সম্মেলনে মার্কিন-ইইউ ইস্পাত শুল্ক চুক্তির পরিবেশগত সুবিধার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জি-২০ তে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শুল্কের ওপর ঘোষিত মার্কিন-ইইউ বাণিজ্য চুক্তি একটি অর্থনৈতিক বিষয় ছিল। কিন্তু জলবায়ু বা কপ-২৬ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এটিকে পরিবেশ বিষয়ক করে তুলেছেন।
বাইডেন ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্প-যুগের শুল্ক প্রত্যাহার করছে। ইইউও তাঁর শুল্ক শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।
আগে বাইডেন এই চুক্তিতে অর্থনৈতিক সুবিধার কথা বললেও এখন এটি পরিবেশগত প্রভাবের ওপর জোর দিয়েছেন। এই চুক্তি ইস্পাত উৎপাদনে কার্বন উৎপাদনে কার্বন নির্গমন হ্রাস করবে এবং চীন থেকে 'খারাপ ইস্পাত' মার্কিন ও ইইউ এর বাজারে অ্যাকসেস সীমাবদ্ধ করবে।
ইস্পাত উৎপাদন বৈশ্বিক অর্থনীতির কার্বন-সম্পৃক্ত খাতগুলির মধ্যে একটি উল্লেখ করে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ একটি 'কার্বন ভিত্তিক ব্যবস্থা' করতে সম্মত হয়েছে।
ভন ডার লেয়েন বলেছেন, এই চুক্তি 'একটি নতুন বৈশ্বিক, টেকসই ইস্পাত ব্যবস্থার' সূচনা।