হোম > পরিবেশ

ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সকালে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ধসের শঙ্কা রয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুসারে সকালে চট্টগ্রামে ১৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ২০ মিলিমিটার, সন্দ্বীপে ২৭ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া খুলনার মোংলায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান আজকের পত্রিকাকে জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন (৭২ ঘণ্টা) সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে তিন নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে