হোম > পরিবেশ

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে আইনে সংশোধনী আনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে লিখিতভাবে এই দাবি জানায় সংগঠনটি।

এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরির সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। যেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে।

এতে আরও বলা হয়, আপিল বিভাগের পরামর্শ বা মতামত অনুসারে পদক্ষেপ গ্রহণ করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ বা মতামতের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে “গণপ্রতিনিধিত্ব আদেশ” সংশোধন করে পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের নির্বচনে অযোগ্য ঘোষণা করার আইনি বিধান সংযোজন করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ