কয়েক দিন ধরেই ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ভাগ (আই বা চোখ) বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে স্থলভাগ অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
তবে বিভিন্ন স্যাটেলাইট ও পূর্বাভাস পর্যবেক্ষণ থেকে জানা যাচ্ছে, ঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, সুন্দরবন (ভারতীয় অংশ), কলকাতা হয়ে দেশের খুলনা, মেহেরপুর ও কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এ ক্ষেত্রে সুন্দরবনের বাংলাদেশ অংশ, সাতক্ষীরা জেলার শ্যামনগরে বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে কেন্দ্রের চারপাশের প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত।
ঘূর্ণিঝড়ে রিমালের সর্বশেষ হালনাগাদের বিষয়ে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুঁইয়া বলেন, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ও খেপুপাড়ার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করে পরবর্তী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সমস্ত উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।