হোম > পরিবেশ

রাজ–পরীর ঘরে আরও ৪ সাদা শাবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাদার ওপর কালো ডোরাকাটা। প্রথম দেখায় হঠাৎ কেউ ভাবতে পারেন এগুলো বিড়াল। না, এরা বাঘ শাবকই। গতকাল শনিবার চট্টগ্রাম চিড়িয়ানার বাঘ দম্পতি রাজ–পরীর ঘরে এসেছে এমন চারটি সাদা শাবক। ওইদিন বিকেল ৪টায় শাবকগুলোর জন্ম হলেও আজ রোববার তা প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

অবশ্য চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শাবকের জন্ম এবারই প্রথম নয়। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন সেই বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় নতুন তিনটি বাঘ শাবক। এর মধ্যে একটি ছিল সাদা। যা বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ। 

এবার একই দম্পতির ঘরে (খাঁচায়!) এল আরও চারটি সাদা শাবক। আগেরটার মতো এই বাঘশাবকগুলোর কান, নাক ও লেজ সবকিছুই সাদা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬ টিতে। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মা ও শাবকগুলোকে আপাতত আলাদা কক্ষে রাখা হয়েছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আপাতত বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের দৃষ্টির বাইরে রাখা হবে। নিবিড় যত্নে যাতে কোনো ব্যঘাত না ঘটে সেজন্য এই উদ্যোগ। তবে চার শাবকের মধ্যে কয়টি পুরুষ ও কয়টি নারী তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক সপ্তাহ পর এটি নিশ্চিত হওয়া যাবে। তখন শাবকগুলোর নামকরণ করা হবে।’

ঢাকার যেসব এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায় দূষিত

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি