বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান সেন্টমার্টিন। এই দ্বীপটিতে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার পর্যটক ঘুরতে যান। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভরা মৌসুমে পর্যটকের সংখ্যা আরও বেশি থাকে।
ভরা মৌসুমে পর্যটকেরা সেন্টমার্টিনে প্রতিদিন প্রায় ৩ হাজার কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য ফেলেন বলে জানিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা দ্য আর্থ। সরকার ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। অর্থাৎ এ দ্বীপের পানি, মাটি, বায়ু বা প্রাণীর ক্ষতি করে, এমন কোনো কাজ এখানে করা যাবে না। কিন্তু এ দ্বীপে পর্যটন বা স্থানীয় জনসাধারণ সে ব্যাপারে উদাসীন। সরেজমিনে সেন্টমার্টিনের যে চিত্র দেখা গেছে...
দ্বীপের পশ্চিম উপকূল। সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের বোতল।